অনেকদিন গালাগালি খাইনি, এ জিনিস বেশিক্ষন সহ্য হয়না বলেই দুটো কথা বলি!
আমি মনে করি সভ্য পৃথিবীতে যুদ্ধ হওয়া উচিৎ নয়!
আর যদি যুদ্ধ হয়ই, তাতে দেশের সাধারণ নাগরিকের উল্লাস হওয়ার কোনো কারণ তো নেইই, সাধারণ নাগরিক এর যেটা হওয়ার কথা সেটা হলো ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা!
কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি তার উল্টো! এর কারণ মনে হয় বর্তমান প্রজন্ম কেউই যুদ্ধ প্রত্যক্ষ করে নি, যুদ্ধ ভিডিও গেমস এর মতন ব্যাপার নয়। যুদ্ধ ব্যাপারটা আসলে ডার্ক, সব দিক দিয়েই!
যুদ্ধ যদি unavoidable হয়ই, তবে প্রথম priority দেশের সাধারণ নাগরিক এর সুরক্ষা! গতকাল আমরা চল্লিশ জন সাধারণ নাগরিককে হারিয়েছি, যার মধ্যে শিশুও আছে। আরো কতো রক্ত ঝরবে জানিনা।
তবুও এই যুদ্ধবাজ সময়ে দাড়িয়ে একটা unpopular opinion লিখে রাখি, সাধারণ নাগরিক হিসেবে আমি যুদ্ধ চাই না!
আর আমি মনে করি নিজের opinion বর্তমান বাজারে যতোই unpopular হোক, stand নিতে পিছিয়ে আসতে নেই। আমার opinion এ দেশ দুনিয়ার কিছুই বদলায় না জানি, তবুও মানুষের যুদ্ধ নিয়ে এতো উল্লাস দেখে আমার খুব অবাক লাগে! আমি চাই দ্রুত শান্তি ফিরুক। দেশের মানুষ নিশ্চিন্তে বাঁচুক একটু!











একদম সহমত আপনার সাথে। এত সুন্দর লেখা। খুব ভালো লাগলো।