ওয়েস্ট বেঙ্গল মেডিকাল কাউন্সিলের বিরুদ্ধে ডা কুনাল সাহার মামলার রায়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন। নতুনভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন করতে হবে। তার আগে তৈরি করতে হবে এডহক কমিটি। ১ অগাস্ট থেকে অ্যাড হক কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দায়িত্ব নেবে। নতুনভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে। অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে। নভেম্বরে নতুন ভাবে দায়িত্ব নেবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নতুন কমিটি। নির্বাচন না হওয়া পর্যন্ত এডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই অ্যাড হক কমিটি।
১৯১৮-তে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে ব্যাপক দুর্নীতির পরিপ্রেক্ষিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর কয়েক জন প্রার্থী কাউন্সিলর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানি এবং রায়দান সম্পন্ন হয়নি আজও। তবুও হাইকোর্টের এই রায়কে স্বাগত জানানোই যায়।
কিন্তু কেবল এডহক কমিটিই যথেষ্ট নয়।
১। আদালত ডাক্তারদের সংগঠনগুলি থেকে প্রতিনিধি নিয়ে এডহক কমিটি গঠন করে দিন।
২। ভূয়া ভোটার রোধ করতে ভোটার তালিকা পরিমার্জন করা হোক।
৩। নির্বাচন আদালত নিযুক্ত পর্যবেক্ষকের নজরদারিতে হোক।
আশা করাই যায় যে অশুভ শক্তি বছরের পর বছর মেডিক্যাল কাউন্সিলের ক্ষমতা দখল করেছিল তাদের পরাজিত করতে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক চিকিৎসক সমাজ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হবেন।