আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার। সুবর্ণবণিক সমাজ হল। বিকেল ৪ চারটে।
উদ্বোধনী সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, ডা দীপঙ্কর ঘোষ ও ডা অনির্বাণ দত্ত।
এরপর প্যানেল ডিসকাশন। এর মডারেটর থাকবেন ডা বিষাণ বসু। প্রত্যেক বক্তা তিন মিনিটের মধ্যে নিজের কথা বলবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা অসুবিধা নিয়ে বলবেন ডা কাঞ্চন মুখার্জি ও ডা সমুদ্র সেনগুপ্ত। কেন্দ্রীয় সরকারের হেলথ ইন্সুরেন্স PMJAY র সমস্যা ও সুবিধা নিয়ে বলবেন ডা সিদ্ধার্থ গুপ্ত। ডা সায়ন পাল বলবেন স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। রোগী ও তাঁর পরিজনের এই দুই প্রকল্পের অভিজ্ঞতা নিয়ে বলবেন শ্রী বিশ্বজিৎ মিত্র। এরপর এই দুই প্রকল্প ও UHC নিয়ে প্রশ্নোত্তর পর্ব সঞ্চালন করবেন ডা বিষাণ বসু।
এরপর দীপক চক্রবর্তীর গান সবার জন্য স্বাস্থ্য চাই।
এরপর বই উদ্বোধন। ডক্টরস ডায়েরি, উদ্বোধন করবেন পুণ্যব্রত গুণ। ঐন্দ্রিল ভৌমিক প্রকাশকের বক্তব্য রাখবেন।
এরপর বক্তব্য রাখবেন ডক্টরস ডায়েরির কয়েকজন লেখক।
ডা অমিত পান
ডা আশীষ কুমার কুন্ডু
ডা অরুণাচল দত্তচৌধুরী
ডা শর্মিষ্ঠা দাস
ডা কৌশিক লাহিড়ী
ডা মানস গুমটা
শ্রীমতী মালবিকা ব্যানার্জি
ডা সব্যসাচী চট্টোপাধ্যায়
ডা সৌম্যকান্তি পন্ডা
এরপর ডা জয়ন্ত ভট্টাচার্যের মেডিক্যাল কলেজের ইতিহাস বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডা সঞ্জীব মুখোপাধ্যায়, ডা দীপঙ্কর ঘোষের দুটি বই, প্রাপ্তবয়স্ক ও জোড়া গোয়েন্দা, আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডা অভিজিৎ মুখার্জি, দোলনচাঁপা দাশগুপ্তের বই রহস্য ১২ উদ্বোধন করবেন ডা অরুণাচল দত্তচৌধুরী, ডা জয়ন্ত দাসের বিবর্তন বই উদ্বোধন করবেন ডা কৌশিক লাহিড়ী।
এরপর স্বাস্থ্যের বৃত্তে প্রযোজিত,’নাটকের দল’এর প্রথম প্রয়াস, বিধায়ক ভট্টাচার্য লিখিত শ্রুতিনাটক, “তাহার নামটি রঞ্জনা।
অভিনয়ে রঞ্জনা মজুমদারের ভূমিকায় সুপর্ণা মিত্র ভৌমিক,পুলিস অফিসার-চিন্ময় নাথ,পণ্ডিত মশায়-অনির্বাণ দত্ত, খুনের আসামী- দীপঙ্কর ঘোষ।
এরপর HIV AIDS নিয়ে একটি ক্ষুদ্র নাটিকা, “মুক্তির স্বাদ“, পরিবেশন করবেন নোটো থিয়েটার ট্রুপ (অমর চট্টোপাধ্যায় ও ময়ূরী মিত্র)। নেপথ্যে ঋতমা দে ও অনিল দাস।
ভোট অফ্ থ্যাংক্স ও বিদায় ভাষণ দেবেন ডা পুণ্যব্রত গুণ।