২৯ শে জুন,২০২৪ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে সঞ্জয় হোম চৌধুরী, শোভন দাস, পুণ্যব্রত গুণ, দীপাঞ্জয় ঘোষ, প্রলয় বসু, বিশ্বজিৎ ভাদুরি, অর্জুন দত্ত, শোভন শিকদার এবং কৌশিক চাকি সাথী অনির্বাণ দত্তের মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে বহরমপুর যান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী পার্থপ্রতিম বিশ্বাস।
প্রথমে লীলা হাসপাতালে যাওয়া হয় যেখানে মৃত অনির্বাণকে প্রথম নিয়ে যাওয়া হয়েছিল। এখানকার আধিকারিকদের সঙ্গে কথাবার্তার পর আমাদের কয়েকজন অনির্বাণের শ্বশুরবাড়িতে যান এবং কথাবার্তা বলেন।।
এরপর সিএমওএইচ এর সঙ্গে দেখা করার জন্য যাওয়া হয়। তার অনুপস্থিতিতে আমরা ডেপুটি সিএমওএইচ ১- এর সঙ্গে কথা বলি এবং ডেপুটেশন জমা করে আসি।
এরপর পুলিশ সুপারের অফিসে গিয়ে ডেপুটেশন জমা করে আসা হয়।
শেষে বহরমপুর থানায় গিয়ে সেখানকার অফিসার ইনচার্জ এর সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয়।
পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য সংগঠনের এক্সিকিউটিভ কমিটির মিটিং সত্বর হবে।