একটা কিছু বাংলা থাকুক রোজ রুটিনে।
অভ্যাসে না থাকলে করো নতুন করে,
হামলে পড়া কাজকে বলো চল ছুটি নে,
একটু জিরোই তাজা হাওয়ায় বাংলা পড়ে।
রত্নভাঁড়ার তোমার জন্য সাজিয়ে রেখে,
বাংলা আছেন যখের মতন অপেক্ষাতে,
আলিবাবার গুহার খোঁজে যাবে কে কে
সময়কে না বইয়ে দিয়ে আরেক খাতে।
সাহিত্য যে পড়তে হবে তার মানে নেই,
হয় কি সবার গল্পে কিংবা কাব্যে রুচি?
যা হোক পড়ো বাংলা ভাষায়, হবে তাতেই,
যেভাবে হোক বর্ণমালার দুঃখ মুছি।
পাপড়ি মেলো, সুবাস ছড়াক বিশ্ব জুড়ে,
কিন্তু খেয়াল থাকুক মনে কোথায় শেকড়
বাংলা ভাষার ফল্গু জাগাও রুটিন খুঁড়ে,
বান ডেকে যাক বাংলা কথা বুকের ভেতর।
আজকে গুমোট, কালকে জেনো ঠিক হবে ঝড়….
২০২০ তে লেখা