৩রা জুলাই, ২০২৫
গতকাল, কলেজ অথরিটির আয়োজিত ডাক্তার দিবসের মঞ্চে উপস্থিত ছিল কুণাল ঘোষ, মানস ভুঁইয়ার মতো কুখ্যাত ব্যক্তি। এবং সেই মঞ্চে, একদিকে যেমন মানস ভুঁইয়া কসবা কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনা টাকে “ছোট ঘটনা” বলে, তেমনি কুণাল ঘোষ আগামী বিধান সভায় তৃণমূল কটা আসনে জিতবে, সেই নিয়ে প্রচার করে। এই ঘটা জিনিসটাই হয় অথরিটির উপস্থিতিতে। কেন অথরিটির প্রোগ্রামে তৃণমূলের নেতা মন্ত্রীরা এসে ভোট প্রচার করেছে ? কেনই বা তাদের সেই মঞ্চে ডাকা হলো ? মানস ভুঁইয়ার ন্যক্কারজনক মন্তব্যে অথরিটির কোনরকম প্রতিক্রিয়া ছিল না কেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর চাইতে, আজ MCDSA প্রিন্সিপাল কে জরুরি কলেজ কাউন্সিল মিটিং করানোর দাবি জানায়। দীর্ঘ দু ঘণ্টা ধরে প্রিন্সিপাল অফিসের বাইরে চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। অবশেষে, ছাত্রছাত্রীদের বিক্ষোভের চাপে গতকালের এই নিন্দনীয় ঘটনা টা নিয়ে সমালোচনা করতে ডাকা হয়েছে কলেজ কাউন্সিল মিটিং।
ছাত্রছাত্রীদের বিক্ষোভের চাপে জরুরি কলেজ কাউন্সিল বসানো হয়েছে। ছাত্রছাত্রীদের দীর্ঘ বিক্ষোভের ফলে কলেজ কাউন্সিলের প্রত্যেক সদস্য কার্যত স্বীকারোক্তি দিয়েছে, মেডিকেল কলেজে ডাক্তার দিবসের মঞ্চে কুণাল ঘোষ, মানস ভুঁইয়ার মতো কুখ্যাত ব্যক্তির উপস্থিতি মেডিকেল কলেজের লজ্জা। কলেজ কাউন্সিল লিখিতভাবে স্বীকার করেছে, মানস ভুঁইয়ার কসবা কলেজের ছাত্রীর গণধর্ষণ কে “ছোট ঘটনা” মন্তব্য কে কলেজ অথরিটি তীব্র নিন্দা জানায়। কলেজ অথরিটি সহ যেই সমস্ত শিক্ষক-শিক্ষিকা সেই মন্তব্যে হাসিমুখে হাততালি দিয়েছিল, তাদেরও কড়া সমালোচনা করা হয়েছে কলেজ কাউন্সিল মিটিং এ । একইসাথে, কলেজ অথরিটির প্রোগ্রামে কুণাল ঘোষের তৃণমূলের ভোট প্রচার কেও তারা তীব্র নিন্দা জানায়। সর্বোপরি, কলেজ অথরিটি স্বীকার করেছে যে কলেজ অথরিটির প্রোগ্রামে যে এই তৃণমূল নেতারা ‘অথরিটির অজান্তেই’ নাকি উপস্থিত হয়ে পড়েছে, এই লজ্জাজনক ঘটনার দায় সম্পূর্ণভাবে কলেজ অথরিটির।
আমরা মনে করি, কুণাল ঘোষ, মানস ভুঁইয়ার মতো বহিরাগত তৃণমূল নেতারা যে সেই প্রোগ্রামে আসবে, কলেজ অথরিটি এই সমস্তটাই জানতো। ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, তাই আমাদের অজান্তেই কলেজ অথরিটির মদতে বহিরাগত তৃণমূলের নেতা-দুষ্কৃতীরা সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তবে অথরিটির এই ষড়যন্ত্র ব্যর্থ করেছে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের বিক্ষোভ।
শাসক তৃণমূল জেনে রাখুক, মেডিকেল কলেজের এই মাটিতে ধর্ষকদের আশ্রয়দাতা, থ্রেট কালচারের মাথা তৃণমূলের ঠাঁই নেই !
#MCK_REJECTS_TMC