আজ দক্ষিণ কলকাতার আম্ফান বিধ্বস্ত রংকল বস্তিতে স্বাস্থ্য শিবির। SSU-WBDF টিমে ডাক্তার হিসেবে ছিলাম আমি, ডাঃ সিদ্ধার্থ গুপ্ত, মেঘদীপ মুখার্জি, মৃণ্ময় সরকার, অরিজিত ঘোষ, অতীশ আকুলি। নীতিশ ও মামুন (ইন্টার্ণ, ন্যশনাল মেডিকেল কলেজ), আপন (ফাইনাল ইয়ার), মোনালিসা(নার্স), প্রিয়স্মিতা, শ্রীরূপা এবং স্থানীয় সংগঠকেরা ওষুধ দেওয়া, রোগীদের ওষুধ বোঝানো ইত্যাদি কাজে ভলান্টিয়ার করল।
আম্ফানের পর অনেক টা সময় পেরিয়েছে। এখন যে রোগীদের আমরা দেখছি তা মূলত লক ডাউন এর কারণে বহুদিন চিকিৎসা না পাওয়া, হাসপাতালে না যেতে পারা রোগী। এ বাদে রক্তাল্পতা, ক্রনিক কোমর, হাঁটুর ব্যথা, চর্মরোগ ইত্যাদি তো রয়েইছে।