নতুনদিল্লি, ৮ এপ্রিল, ২০২০
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরেরস্বয়ংশাসিত সংস্থা বিজ্ঞান ও কারিগরী গবেষণা পর্ষদ (সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এসইআরবি) কোভিড-১৯ এর সংক্রমণের কারণ যে করোনা ভাইরাস তাকে নিষ্ক্রিয় করার একটি উদ্যোগে সাহায্যর সিদ্ধান্ত নিয়েছে। বোম্বে আই আই টি-র বায়োসায়েন্স অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং বিভাগ (ডিবিবি) এই কাজটি করবে।
ডিবিবি-কে এসইআরবি অর্থের যোগান দেবে, যার মাধ্যমে ডিবিবি নাসারন্ধ্রে প্রয়োগ করার জন্য একটি জেল তৈরি করবে। এই জেল স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার পাশাপাশি কোভিড-১৯ এর সম্প্রদায়গত সংক্রমণকে আটকাতেও সাহায্য করবে। কারণ নাক দিয়ে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। আর ডিবিবি যে জেলটি তৈরি করবে,তা নাক দিয়ে করোনা ভাইরাসকে ঢুকতে দেবে না।
করোনা ভাইরাস অত্যন্ত সক্রিয়। কোভিড-১৯–এ সংক্রমিত রোগীদের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক ও নার্সদের ঝুঁকি সবথেকে বেশি থাকে। বিশেষ করে যাঁদের শরীরে এই ভাইরাসের লক্ষণ দেখা যায় না, সেইসব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
গবেষকরা দুটি উপায়ে এই করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে চেষ্টা করবেন। যেহেতু এই ভাইরাস ফুসফুসে ঢুকে সংখ্যায় বাড়তে থাকে, তাই এটিকে আক্রান্ত কোষের বাইরে আসা বন্ধ করতে হবে। এর ফলে যেখানে এই ভাইরাসটি থেকে গেল সেখানে একে নিষ্ক্রিয় করা জরুরী।
এর পর আটকে থাকা জায়গায় এমন কিছু জৈব অনু পাঠাতে হবে যারা ডিটারজেন্টের মত ওই ভাইরাসকে ধ্বংস করতে উদ্যোগী হবে।
এই প্রকল্পে ডিবিবির অধ্যাপক কিরণ কোন্দাবাগিল, অধ্যাপক রিন্টি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক আশুতোষ কুমার এবং অধ্যাপক শমীক সেন কাজ করবেন। এরা অবরুদ্ধ ভাইরাসবিদ্যা, জীববিদ্যা,জৈব পদার্থবিদ্যা, ওষুধ তৈরিতে বিশেষজ্ঞ। আগামী ৯ মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।