অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সরকারী হাসপাতালে এনাস্থেটিস্ট ডা সুধাকর। দুই মাস আগেই তিনি মুখ খুলেছিলেন ডাক্তারদের এন-৯৫-এর দাবীতে। প্রত্যুত্তরে সরকার দিয়েছিল সাসপেনশন!
এবার তাঁকে অর্ধনগ্ন করে মাথা কামিয়ে হাত পিছমোড়া করে বেঁধে প্রকাশ্য রাস্তায় পেটালো অন্ধ্রপ্রদেশ পুলিশ থানায় নিয়ে যাওয়ার পথে। শতাধিক মানুষ নীরব দর্শক!!
করোনার বিরুদ্ধে যুদ্ধে যোদ্ধারা ঢালের দাবী জানালে যদি এমন ব্যবহার মেলে আর জনসাধারণ যদি থাকেন নীরব, তাহলে আসলে ক্ষতিটা কার ভেবে দেখুন।
অপরাধীদের শাস্তি চাই।
এর প্রতিবাদে 1.সারা ভারতের চিকিৎসকেরা একদিনের প্রতিবাদ দিবস পালন করুন হেলথ কেয়ার করমি সহ। 2. রাষ্ট্রপতি কে ও ঐ রাজ্যের রাজ্যপাল ও মূখ্যমন্ত্রী কে প্রতিবাদ জানানো হোক ও দোষী পুলিশ – প্রশাসকের শাস্তি দাবি করা হোক।
প্রথম প্রশাসক কে ধিক্কার জানাই। এ ভাবে মারার জন্য দোষী পুলিশের শাস্তি র দাবি জানাই।
ধিক্কার, ধিক্কার চূড়ান্ত ধিক্কার।
যে কোন মানুষকে পুলিশ শাস্তি দেবার কে?
কোন অধিকারে একজন মানুষকে পিছমোড়া করে বেঁধে ধরে নিয়ে যাওয়া হল?
একজন নিরস্ত্র মানুষ কি এতই সাংঘাতিক মনে হবে প্রশাসনের কাছে?
যে সমাজ একজন শিক্ষিত ডাক্তার কে সম্মান দিতে পারল না, মুখ বুঝে তাকিয়ে দেখল, তারা ধিক্কারেরও অযোগ্য। তারা করুণার পাত্র। তারা নির্বোধ পশুর অধম।