রাস্তায় ঘাটে অনেককেই দেখছি gloves পড়ে বাজারের ব্যাগ বইছেন, cycle-byke চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, বুঝতে পারছি, আপনারা ভয়ে- আতঙ্কে, পুরো শরীর কে cover করছেন, extra protection এর কথা ভেবে gloves পড়ছেন । কিন্তু, একটু কি ভেবে দেখেছেন, public place (যেমন- market, shopping mall, bus, train)-এ gloves use করলে আপনি সত্যিই সুরক্ষিত কিনা?
আসুন না, একটু ভেবে দেখি ।
WHO/ ICMR তাদের preventive guideline-এ কিন্তু gloves পড়ার কথা একবারও বলে নি।
সত্যি কথা বলতে কী gloves-এর সঠিক ব্যবহার না জেনে gloves পড়লে কিন্তু বিপদ বাড়বে।
Public place-এ gloves পড়ার অসুবিধে/ Limitations :
1) Technically, বলতে গেলে virus টি যেহেতু হাতের intact skin দিয়ে শরীরে ঢোকে না, তাই public place এ হাত ঢাকার কোনো logic নেই । Virus ঢোকে চোখ, নাক, মুখ-এর mucous membrane দিয়ে, তাই পুরো মুখমণ্ডলটি ভালো করে cover করার দিকে জোর দিন, extra protection নিন সেক্ষেত্রে, সচেতন হন মুখে হাত দেবার আগে।
2) Study বলছে, gloves পড়লে স্বাভাবিক ভাবে একটা false sense of security কাজ করে। যেমন ধরুন, gloves না পড়ে বাইরে বেরোলে, mobile/ wallet/ purse ধরবার আগে আমরা হাত sanitise করে নি, কিন্তু হাতে gloves পড়ে থাকলে,আমাদের সেই সচেতনতা কিছুটা হলেও কমে যায়, আর সেই সঙ্গে বেড়ে যায় cross contamination এর risk – gloves অবশ্যই আমাদের হাতকে contamination থেকে বাচায়, কিন্তু, gloves পড়ার মানে এই নয়, gloves এর ওপর virus বসবে না।
যারা latex/ rubber gloves use করছেন, তারা মনে রাখবেন virus টি কিন্তু plastic surface এ 72 hrs পর্যন্ত survive করে।
3) Ideally, বাইরে বেরিয়ে, যতবার হাত sanitise করছেন, gloves পড়লেও ততবার হাত sanitise করা প্রয়োজন এবং প্রয়োজনে change করা প্রয়োজন।
4) Hospital এ, labratory তে আমাদের gloves পড়তেই হয়, যেহেতু আমরা infected materials handle করি। আর তাই hospital set up এ gloves এবং অন্যান্য protective gear use করার ও সেগুলো properly dispose করার ব্যবস্থা থাকে।
কিন্তু community set up-এ public place-এ সেই সুবিধে নেই। আর gloves ব্যবহারের পর তা properly dispose করা না গেলে পরিবেশ দূষণ ও সেই সাথে community spread এর কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ধরুন, আপনি gloves use করে, sanitise না করেই রাস্তার ধারে বা drain এ ফেলে দিলেন। এরপর যে সাফাইকর্মী সেটা তুলবে সে কিন্তু exposed হয়ে গেলো। বা ঘরে ফিরে, ঘরের এক কোনে ফেলে রাখলেন, সেটা বাড়ীর অন্য কারো হাতে পড়লে, সেও exposed হয়ে গেলো।
অতএব, এটুকুই বলতে পারি, gloves এর উপর নির্ভর না করে, সরকারী prventive protocol মেনে বার বার সাবান জলে হাত ধোয়া/ হাত sanitise করা মেনে চলুন। এতেই আপনি বেশী সুরক্ষিত থাকবেন।
In case, আপনাকে gloves পড়তেই হবে, তবে ভীষণ careful হতে হবে আর কিছু জিনিস মাথায় রাখতে হবে–
1) Gloves পড়ার আগে ও পরে হাত sanitise করুন (soap water/ 70% alcohol যুক্ত sanitiser)।
2) Gloves পড়ার, খোলার ও dispose করার সঠিক পদ্ধতি জেনে নিন।
3) Gloves পড়ে মুখে হাত দেবেন না। Mobile, wallet এ হাত দিলে, বাড়ি ফিরে সেগুলো sanitise করুন।
4) Gloves মূলত single use, reuse korte হোলে, 20sec soap water এ hand wash করে নেওয়া যেতে পারে, তবে সেটা কতটা effective তা আমার সঠিক জানা নেই । কেউ জেনে থাকলে, অবশ্যই comment কোরে জানান।