★
ছবি আঁকার স্যার বাড়ির কাজ দিয়েছিলেন
দুটো টাস্ক, যে কোনও একটা আঁকতে হবে
দিনের বেলার আলো ঝলমল দৃশ্য আঁকতে গিয়ে দেখি,
বনাঞ্চল, নদী, ঝর্ণা পাহাড়, মরুভূমি, ফসলের ক্ষেত, ঊষর ডাঙা
গ্রাম শহর নির্জনতা ভিড় নিষ্প্রাণ জীবিত ও মৃত দৃশ্যমান যা কিছু
এত ডিটেলস আঁকার
স্মৃতি আর প্রতিভা কোনওটাই নেই আমার।
অগত্যা কী আর করা, অন্ধকারই আঁকব বাধ্য হয়ে।
ক্যানভাসের সামনে তুলি হাতে বসে আছি।
বসেই আছি সেই থেকে।
অন্ধকারেরও যে এত রকম শেড আছে আগে তা বুঝিনি।
ছবি আর আঁকা হল না আমার।
★











