স্বাস্থ্য ভবনের সামনে যখন আন্দোলন চলছিল, রাস্তায় স্লোগান লেখা হয়েছিল। স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ উঠে যাবার পর স্লোগান লেখা রাস্তায়, আলকাতরা লেপে দিয়েছিল এই সরকার। স্লোগান মুছে গিয়েছিল। আমরা বলেছিলাম, স্লোগান রাস্তা থেকে মুছলেও আমাদের মন থেকে মুছতে পারবেন না।
কিন্তু, একদিনের বৃষ্টিতেই সেই আলকাতরা উঠে গিয়ে আবার স্লোগান বেরিয়ে এসেছে। আলকাতরা যে সাপ্লাই করেছিল, সে নিজেও তৃণমূল কংগ্রেসের নিজের লোক হবে। কাটমানি খেয়ে সাপ্লাইয়ের অর্ডার পেয়েছিল। সবই জালি, সবই ভুষি। কাটমানি খেয়ে সেও বাজে কোয়ালিটির আলকাতরা দিয়েছে। এই মহাবিশ্বের এক অদ্ভুততম প্রজাতি এই রাজনৈতিক দলটি এবং তাদের সমর্থকরা।
প্রতিটি ক্ষেত্রেই এদের লক্ষ্য মানুষকে ঠকানো।
এদের চিনে রাখুন, এরা গণশত্রু…
#সংগৃহীত