আক্রোশে আজ ছিন্নভিন্ন
চারকুঠুরি হৃদয়।
অলিন্দটাই রক্তশূন্য
স্তব্ধ-নিথর নিলয়।
গলা ছেড়ে দিচ্ছি শ্লোগান
কান্না চাপা দিতে।
মুক্তকণ্ঠে গাইছি এ-গান
স্বচ্ছ বিচার পেতে।
যে হারালো, প্রাণ খোয়ালো
সে তো কোথাও নেই।
নাকি আছে তোমার আমার
ক্রুদ্ধ গর্জনেই!
ভাঙছে বুক, পুড়ছে প্রাণ
জ্বলছি যেতে যেতে।
আর কতদিন হাঁটলে মৃত্যু
জীবন পারে পেতে?









