বড়ই অবিন্যস্ত আমাদের এই বাসাবাড়ি
একটি চড়ুই পুষি, দুজনেরই মনে ভারি শখ
সেই কবে, ভাঙাঘরে আমাদের সংসার পেতেছি
সব ছিল… হাঁড়িকুড়ি… শতছিন্ন পোষাক বিছানা
দিনমানে খিদে ছিল, দিনান্তে স্বপ্নও ছিল চোখে
শুধু যা ছিল না, এক চড়ুইয়ের কিচিরমিচির।
চড়ুই কি পোষ মানে? জানি না, জানায়নি ও কেউ।
প্রতিবর্ত ক্রিয়া শুধু জানিয়েছে, পাখিটি এলেই
আটকিয়ে ফেলা হবে অলৌকিক ভালোবাসা দিয়ে
চড়ুই তো একা নয়, সাথে তার বন্ধু ও বান্ধব
আহা, সে তো স্বাভাবিকই, উষ্ণ মণ্ডলের এই দেশে
আরও কত কলহাসি পাখিদের হৃদয়ে হৃদয়ে
আমরা তো পাখি নই, পক্ষীশাস্ত্র অধিগত নয়।
প্রাণে শখ ছিল… থাক, চড়ুইটি এ ঘরে থাকেনি।
বেভুল আশার কাছে আমাদের ফেলে রেখে পাখি,
এসকেপ রুট খুঁজে উড়ে গেছে চড়ুইয়ের দেশে।