বাংলা চলেছে যুদ্ধে!
পায়ে প্লাস্টার, ন্যাজে নামাবলী,
কাস্তে ও হাতে জোর গলাগলি,
টিকি, ফেজ, দাড়ি, বাইকের র্যালি —
কোভিড হেসে কয়, গুড ডে!
বাংলা চলেছে যুদ্ধে।
‘কারিয়াকর্তা’ খেলছেন গেম,
‘গোদুগ্ধে আছে নিকষিত হেম’
চোখ মটকায় দিশি ইভিএম,
“জ্যান্ত চাই না, ভূত দে”!
বাংলা চলেছে যুদ্ধে!
বাংলা চলল যুদ্ধে,
টেকো চেল্লায় ‘সুনার বাংলা’!
বুথে মুড়ি-বোঁদে সাঁটায় হ্যাংলা,
বোম পড়ে! আঁট দরজা জানলা!
ভোট পড়ে গেল পদ্মে!
বাংলা চলেছে যুদ্ধে,
চোরে-বেনিয়ায় ঘোর চেঁচামেচি,
অতিষ্ঠপ্রাণ যত প্যাঁচাপেঁচি,
মহামারী হাসে—‘আসল নিয়েছি,
এইবারে তবে সুদ দে’!
বাংলা চলল যুদ্ধে।