২৮ ডিসেম্বর, ২০২৫
সারাদেশে সাড়া জাগানো গণধর্ষণ মামলাগুলির অন্যতম উন্নাও ধর্ষণ মামলায় অভিযুক্ত কেন্দ্র ও উত্তর প্রদেশের শাসক দলের বিধায়ক কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সাময়িক প্রত্যাহারের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এই রায়ে সারা দেশের গণতান্ত্রিক এবং লিঙ্গসমতাকামী শক্তি স্তম্ভিত!
২০১৪ থেকে ২০২০ র মধ্যে তিনটি গণধর্ষণ মামলায় উত্তরপ্রদেশ শিরোনামে আসে।
বাদাউন জেলার কাটরায় দুই কিশোরীর গণধর্ষণ ও হত্যা, ২০১৭ তে উন্নাও এ বিজেপি বিধায়ক ও তার সহযোগীদের দ্বারা এক কিশোরীর গণধর্ষণ, এবং ২০২০ হাথরসে কিশোরীর গণধর্ষণ এবং হত্যা। তিনটি ক্ষেত্রেই ধর্ষণের শিকার দরিদ্র দলিত পরিবারের মেয়ে। হাথরসের ঘটনায় দেশব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় এবং জনমতের চাপে মাত্র একজন অপরাধীর যাবজ্জীবন সাজা হয়েছে। পক্সো(POCSO) কোর্টে কাটরার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে, ঠিক ভাবে শুনানী শুরুই হয়নি। হাথরস ও কাটরার ধর্ষিতা নিহত কিশোরীদের পরিবার এবং কিছু গণসংগঠন যথাযথ বিচারের আশায় এখনও লড়ে যাচ্ছেন।
উন্নাও-এর কিশোরীকে আরও দশজন ধর্ষিতার সঙ্গে বিস্মৃতিতে ঠেলে দেওয়া যায়নি কারণ উন্নাও এর ধর্ষিতা এখনো জীবিত, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘বিকশিত হিন্দু ভারতে’র বিধায়কের দ্বারা দিনের পর দিন ধর্ষিতা হয়ে বিচারের আশায় লড়াই করতে গিয়ে নিজেকে অগ্নিদগ্ধ করে আধপোড়া অবস্থায় বেঁচে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই সময় ধর্ষক সেঙ্গারকে রক্ষা করতে প্রশাসনের মদত ও নিষ্ক্রিয়তায় গোটা পরিবারটাকে শেষ করে দেওয়ার নিখুঁত ষড়যন্ত্র চলেছে- পরিবারকে হেনস্থা, বাবাকে অস্ত্র আইনে গ্রেফতার ও পিটিয়ে মেরে ফেলা, মিথ্যা অভিযোগে কাকার গ্রেফতার,’পথ দুর্ঘটনায়’ কাকিমার মৃত্যু! ২৬ শে ডিসেম্বর ২০২৫ এ বিচার ব্যবস্থার একাংশের সঙ্গে শাসকের যোগসাজসের মধ্যে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেলেন এই ঘৃণ্য অপরাধী। দিল্লী সহ সারা দেশজুড়ে গণতন্ত্রপ্রিয় মানুষ ধিক্কার, বিক্ষোভ জানিয়েছেন এই ঘটনাকে । সংবাদমাধ্যম মারফৎ জানা গেছে যে দুই বিচারপতি সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করলেন, অতীতের বেশ কিছু মামলাতে তাঁদের ভুমিকা বিতর্কের ঊর্ধ্বে নয়।
‘অভয়া মঞ্চ’ উন্নাও এর ঘটনার সাজাপ্রাপ্ত মূল আসামীর সাজা থেকে সাময়িক মুক্তির আদেশের তীব্র বিরোধিতা করছে। হতদরিদ্র ধর্ষিত মেয়েটি ও তার আক্রান্ত পরিবারের নিরপেক্ষ ও ন্যায়বিচার পাওয়ার অধিকারকে পূর্ণ সমর্থন করে কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখার দাবী জানাচ্ছে । একই সঙ্গে বাদাউন (কাটরা), হাথরস সহ দেশব্যাপী সমস্ত ধর্ষণ মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করছে ।










