অভয়া তিলোত্তমা আন্দোলনে অংশগ্রহণ করায় জলপাইগুড়ির দুই ডাক্তারবাবুকে অবসরের ৩ মাস আগে প্রতিহিংসা পরায়ন বদলি করা হয়েছে। তাঁরা এনিয়ে স্বাস্থ্য ভবনে আবেদন করতে এলে DHS সহ একাধিক আধিকারিক তাঁদের সাথে ঘর থেকে বের করে দেওয়া সহ চুড়ান্ত দুর্ব্যবহার করেছেন। এটা সম্ভবত আন্দোলনে আহত সরকারের “থ্রেট কালচার” ফিরিয়ে আনার প্রথম অপচেষ্টা এবং কতটা প্রতিবাদ হচ্ছে তা দেখার Acid test। তাই প্রথম প্রতিবাদও ব্যাপক জোরালো হওয়া চাই ।
কারণ এতে সরকার সফল হলে আগামীতে থ্রেট কালচারের হাত থেকে কারও রেহাই নেই। তাই সব কাজ ফেলে আজ ১৮.১১.২৪ দুপুর ২টোর স্বাস্থ্য ভবন অভিযানে তোমাকে চাই।