যেমন নিঃশব্দে চলে যেতে চাইছিস তুই,
এই ভাবে
নিঃশব্দে চলে গেছে… আরও অনেকে!
জ্বরের পথ্য-নির্দেশ থেকে উবে গেছে বার্লি
পুলিশের ইউনিফর্ম থেকে চলে গেছে হাপ্প্যান্ট
বিনোদন থেকে রেডিও সিলোন বিদায় নিয়েছে,
এই মাত্র সেদিন এসে
মোবাইলকে জায়গা ছেড়ে উধাও হয়েছে কর্ডলেস ফোন
পঞ্চাশ বছর পার।
চাঁদের থেকে আনা সাচ্চা মুনস্টোনে ভাগ্য বদলায়নি
চন্দ্রযাত্রার সাহস ছেড়ে গেছে আমাদের।
এমন কী ডাক্তারেরও এমারজেন্সি ট্রে থেকে
অদৃশ্য হয়ে গেছে কোরামিন।
সব দিক ভেবেচিন্তে, এই সর্বস্ব বিদায়ের বেলায়, না,
কোরামিন-তর তোকে আমি যেতেই দেব না।