আমরা, যারা ডক্টরস ডায়ালগ ওয়েব পোর্টাল গড়ে তুলছি, তাদের অনেকেই ডাক্তার, কেউ কেউ স্বাস্থ্যকর্মী, আবার কেউ সাংবাদিক, কেউ জনস্বাস্থ্য আন্দোলনে যুক্ত নাগরিক।
আমাদের এতদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে, রোগী, তাঁর আত্মীয় স্বজন, স্বাস্থ্যব্যবস্থা ও অব্যবস্থা নিয়ে তাঁদের উদ্বেগ আশা চাহিদা, এসব নিয়ে কথা বলার বড় একটা পরিসর দরকার। ব্যক্তি হিসেবে আমরা যেটুকু কথাবার্তা চালিয়েছি, ইন্টারনেট আজ সেটা আরও বড় আকারে চালানোর সুযোগ এনে দিয়েছে। তারই জন্য আমাদের ওয়েব পোর্টাল ডক্টরস ডায়ালগ। কথা বলার জন্য, এবং আরও বেশি করে সবার কথা শোনার জন্য।
মানুষের স্বাস্থ্য, চিকিৎসা আর স্বাস্থ্যের অধিকার নিয়ে সবার চিন্তাভাবনা ভাগ করে নেবার জন্য এই পর্টাল। স্বাস্থ্য মানে কেবলমাত্র চিকিৎসা নয়। চিকিৎসার সুযোগ হলেই সুস্বাস্থ্য লাভ হয় না। চাই খাদ্য-বস্ত্র-বাসস্থান এবং দূষণমুক্ত পরিবেশ। কিন্তু উপযুক্ত চিকিৎসা পরিষেবা ছাড়া মানুষের সুস্বাস্থ্য লাভের আশা নেই।
যেহেতু আমাদের অনেকে চিকিৎসক, আর অনেকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ, সেই সব বিষয়ে নিবন্ধ, ছবি ও ভিডিও এই ওয়েব পোর্টালে থাকবে। মানুষের, রোগীর আশু সমস্যার নিরসনে সেগুলো কাজে লাগবে। রোগ ও চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা বিষয়ে আলোচনা করব।
আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।
শুরু হোক কথা বলা।