পঞ্চাশ কিলোমিটার পথ উজিয়ে, অভুক্ত থেকে, সারাদিনের পরিশ্রম শেষে এক মিনিট ডাক্তারের দর্শন পাওয়া যেমন সত্যি, তেমনি পাঁচ ঘন্টায় তিনশো রোগীর চাপ কাঁধে নেওয়া অভিমন্যু ডাক্তারের হাঁসফাঁসটাও সত্যি।
বিজ্ঞানসম্মত চিকিৎসা আর মানবিক মনের চিকিৎসক যেমন সত্যি তেমনি সামান্য হলেও স্বাস্থ্য-ব্যবসার কর্পোরেট-ভৃত্য চিকিৎসকও সত্যি।
আধুনিক চিকিৎসার কল্যাণে অজস্র প্রাণ বেঁচে যাওয়া, গড় আয়ু প্রায় দ্বিগুণ হয়ে যাওয়া যেমন সত্যি, তেমনি শুধু ওষুধ কিনতে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া অজস্র পরিবারের কান্নাটাও সত্যি।
বিরাট উঁচু দেওয়ালের একদিকে দাঁড়িয়ে উল্টোদিকের মানুষগুলোকে চেনা যায় না বলেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। তাই সবদিক একসাথে দেখা দরকার। সবার কথা একসাথে শোনা দরকার।
সেজন্যই ডক্টরস’ ডায়ালগ।
স্বাস্থ্যের সব কথা। সবার কথা।