মাছি বসবার আগে শবদেহ ছবিগুলো ফরওয়ার্ড হবে,
সকলের দেখা চাই লাশের গলায় চেপে বসা কালো দাগ,
বিষাদের মৃত স্মৃতি নির্লজ্জ নিলামে ওঠে প্রচারের লোভে,
এ এক নতুন তৃপ্তি। লাশকাটা ঘর নিয়ে কৌতুকরাগ।
জীবিতের বন্ধু নেই, প্রতি ঘরে জানলারা বন্ধ সপাটে,
ডিজিটালে মায়াসুখ বুনে চলে সুচতুর অ্যালগরিদিম,
আকাশের রঙ করা গারদে কয়েদী হয়ে দিনগুলো কাটে
জ্বীনের মিথ্যে ভ্রমে হাতছানি দিয়ে ডাকে অলীক পিদিম।
কেন কেউ মরে যায় সে সওয়াল মুলতুবি রেখে মগজে
বরং জিগেস করো যারা বাঁচে তারা ঠিক কি জন্য বাঁচে,
লাশ হওয়া যুবকের মৃতদেহ ছবি বেঁটে যে তৃপ্তি খোঁজে
অনুভূতিহীন কিছু হুজুগের অভ্যাসে সে কি বেঁচে আছে?
এত মর্ষকামী ছেয়ে গেলে চারদিকে, বিমর্ষ লুকায় কোথায়!
সমবেত খিল্লিতে রসিকতা হতে থাকে সব সংবেদ,
আলোচনা থেমে যদি লাশের ছবিকে কেউ সং ঠাউরায়,
গলিত শবের সাথে পচনে সে মানসের থাকে না প্রভেদ।
মনহীন যে সমাজ, সেইখানে নিয়ম হয়ে যায় নরমেধ।