হুকুম যে দেন ফিরতে কাজে, ফিরতে চাই।
রোগীর ভিড়ে আবার সবাই ভিড়তে চাই।
অসুখ অ-সুখ সারিয়ে তোলা শিখতে চাই,
পোস্টার নয়, প্রেসক্রিপশন লিখতে চাই।
বাপের ঘাড়ে খাওয়ার মতো নবাব নই,
ফাঁকি দেবো, তেমন অলস-স্বভাব নই,
বিরোধী-সুর বাজিয়ে চলার রবাব নই.
কিন্তু তোলা সওয়ালগুলোর জবাব কই?
কে বা কারা মারলো মারলো ছিঁড়ে বন্ধুকে?
সেভ করা সেই নামগুলো কার ফোন-বুকে?
আদালতে পেশ হবে কেস কোন যুগে?
জবাব বিনা আয়না দেখি কোন মুখে..
আপনি দেখুন , প্রশ্ন মোটে এই কটা,
দাবী-দাওয়ার আর তো বিশেষ নেই ঘটা
ঘুরে ফিরে ছাপ যদি দেন সেই NOTA,
আমাদেরও পিছু তবে নেই হটা।
জবাব কী আর হবে এদের খুব জটিল?
গোপন কোনো মৌচাকে কি পড়ছে ঢিল?
আমারা সেসব জানি না তো, কি মুশকিল,
চাইছি কটা বন্ধ দোরের খুলুক খিল।
অবস্থানে অনড় থাকা ভিড় কে চাই,
আমরা সবাই রোগীর কাছে ফিরতে চাই,
আপনি যদি না চান এমন রোজ চেঁচাই,
প্রশ্নগুলোর জবাব খুঁজুন, চাই সেটাই।
নইলে যতই আগুন-চাপায় দিন না ছাই,
এই দাবানল জ্বলবে বলে ‘ বিচার চাই!’
অসাধারণ!! অশেষ কৃতজ্ঞতা ও সংগ্রামী অভিনন্দন জানাই।