(গুরুর কাছে ক্ষমা চেয়ে)
মাগো আমায় ছুটি দিতে বল
সারা বছর কাজ করেছি মেলা
পয়লা জুলাই তোমার পাশে বসে
দেখবো শুধু শ্রদ্ধা জ্ঞাপন খেলা
তুমি বলবে কোভিড এখন বেশি
মেনে নিলাম সত্যি কথাটাই
একদিনে কি রোগ সরিয়ে পাশে
তোমার কোলে মাথা রাখতে নাই
আমিতো বেশ ভাবতে পারি মনে
বি সি রায় নয় আমার গলায় মালা
শাঁখ বাজিয়ে উলু ধ্বনি দিয়ে
করছে সবাই শ্রদ্ধা জ্ঞাপন খেলা !
সারি ওয়ার্ড এ আঁধার এলো নেমে
অ্যালার্ম বাজে হাসপাতালের ঘরে
রাজ্য তখন শ্রদ্ধা জ্ঞাপন শেষে
রাত্রি সাজায় হ্যাং ওভার ডিনারে
ভাবো করনায় ক্লান্ত আমি খুব
পয়লা জুলাই একটা ছুটি চাই
একদিনে কি রোগ সরিয়ে পাশে
তোমার কোলে মাথা রাখতে নাই ?