আহা, কি আনন্দ আকাশে-বাতাসে
কাজের শেষে, খবর আসে-
ঘোষণা হল, অবশেষে।
আহা, কি আনন্দ আকাশে-বাতাসে।
আজকে মোদের বড়ই খুশির দিন-
চিকিৎসক দিবস হবে আরেকটু রঙীন
হবে আরেকটু রঙীন।
সারা বাংলা ছুটি থাকবে,
ডাক্তারেরা রুগী দেখবে
আহা ডাক্তারেরা রাতদিন খাটবে-
পাবলিক-পুলিশ তাদের মারবে,
বাড়িওলা তাড়িয়ে দেবে
জীবন তাদের হয়ে যাবে চূড়ান্ত সঙ্গীন-
আহা, চিকিৎসা দিবসে জীবন চূড়ান্ত সঙ্গীন।
অন্য সবাই ঠেকে শেখে
ডাক্তারেরা তাকিয়ে দেখে
ডাক্তারদের হালৎ দেখে
ঘোড়াতেও মুচকি হাসে-
শুধু হাসে।
আহা কী আনন্দ আকাশে বাতাসে,
আহা কী আনন্দ আকাশে বাতাসে।
(‘হীরক রাজার দেশে’ থেকে ‘অনুপ্রাণিত’ হয়ে)