জাগো গো মা, আম্মি জাগো, মাম্মি ওঠো জেগে
জাগো গো বা, আম্মা ও আই, মা-সা এবং বেবে,
তোমার নামে অ-সেকুলার উঠছে ভীষণ রেগে,
এজুনেলক্কু থাল্লি, উথান্তু বৌ, ওঠো গো দেশ ভেবে।
তোমরা যদি ঘুমিয়ে থাকো, দেশকে জাগায় কে আর
মা’য়ের নামে আপত্তি যার, সেই মানুষও নেতা,
জাগো গো মা, সময় এলো হিসেব বুঝে নেওয়ার,
অনেক হলো আল্লাহ রামের ভেদের আদিখ্যেতা।
তোমরা জাগো কাক-ভোরে সব, রাত্রে নজর দোরে
ফিরলে ছেলে, ফিরলে মেয়েটা, ঘুমোতে যাও তবে,
হাজার পাঁচেক বছর জেগে তুললে এ দেশ গড়ে,
আপত্তি কেউ আজ জানালে শুনতে সেটা হবে?
আল্লাহ রাম আর যিশুর ওপর মা তোমাদের স্থান
ওসব কেতাব লিখলো যারা তারাও মায়ের বাছা
যে সব কানের মানহানি হয় শুনলে জাগার গান,
তাদেরও মা’র দুগ্ধ বিনা হয় না শুরু বাঁচা।
ভিত টলে যায় ধর্ম-দ্বেষে , বাঁচাও এ দেশ মা’গো
সবার ঘরে দেশ ফেরাতে হে জননী, জাগো।
তোমার জাগায় যাক মুছে সব আল্লাহ-রামের দাগও।











