রোজ ভাঙচুর, রোজ মারপিট, হাসপাতাল না এল ও সি হে?
কেউ মরলেই হাতসুখ হয় চিকিৎসককে খুব পিটিয়ে।
চলছে এখন এটাই রাজ্যে
ওপরমহল আনে না গ্রাহ্যে
মিডিয়া পুলিশ নেতারা সব গালি পাড়েন আশ মিটিয়ে।
পান থেকে চুন না খসিয়েও সবাই এখন ফুঁসছে রাগে
মানুষ আবার মরবে কেন , ভাবতে সবার অবাক লাগে
মজার ব্যাপার জানেন মশায়,
ডাক্তারের এই রাহুর দশায়,
কেউ ভাবেনা যা সব ঘটে অসুখ হবার অনেক আগে।
ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ায় মরলে রোগী হুলুস্থুল,
চুলচেরা হয় ডাক্তারিতে কোথায় ছিলো কেমন ভুল
এক ব্যাপারে সবাই বোবা
কি কাজ করে পুরসভা
কাদের চরম বেখেয়ালে মশা ফোটায় বিষের হুল।
সরকারী এক হাসপাতালে ব্যর্থ প্রসবযন্ত্রণায়,
বিষ্ঠালেপন করলো যারা মন্দলোকের মন্ত্রণায়,
তারা কি কেউ জানতে চায়
স্পেশালিটির দোরগোড়ায়,
সুস্থ শিশু প্রসব করার ব্যবস্থা সব যায় কোথায়?
মাথার ঘিলু চটকে গিয়ে ভর্তি হয়ে হাসপাতালে
মৃত্যু হলে তোমরা যারা ডাক্তারদের খুব পেটালে
কখনো কি দেখছো ভেবে
গোল করেছো ভুল হিসেবে
হেলমেটহীন মাতাল ছিলো খন্দখানায় স্পিড বেচালে?
চিকিৎসককে মারতে এলে বীরত্বটা সবার জাগে
নরম মাটি দেখলে বেড়াল আঁচড় দিয়ে অমনি হাগে
ভুলছে সবাই মারার ঝোঁকে
কে বলবে এই লোকগুলোকে
আসল কারণ লুকিয়ে আছে অসুখ হবার অনেক আগে।