মৃত্যুর আগে একবার কি হেসেছিলেন
আপনি? যেতে যেতে একবার যীশুর
মতো বলেছিলেন, হে ঈশ্বর ওরা জানে না
ওরা কি করছে ওদের তুমি ক্ষমা করে দাও।
মৃত্যু কি আপনাকে বিরাট থেকে বিরাটতর করে তুলেছে খুনীর কাছে, ওরা ভয় পেয়েছে আর সেই ভয় থেকেই জন্ম নিচ্ছে আপামর জয়, বৃহত্তর, মহৎ, কালোত্তীর্ণ জয়।
যে গণতন্ত্রের পাঁজরে ঘুণ, ফুসফুস কুরে খাচ্ছে লোভ আর হিংসা সেই লোভ
আর হিংসার গা বেয়ে নেমে আসছে ভয়,
স্টান স্বামী আপনি প্রমাণ করেছেন ওরা
ভয় পাচ্ছে…ভয় পাচ্ছে…ভয় পাচ্ছে,
পৃথিবীর সব মাথা তুলে দাঁড়ানো সোজা
মেরুদণ্ডকে ওরা ভয় পায়, তাই আজ
জেলখানায় বন্দী হয়ে থাকা অসংখ্য
স্টান স্বামীর হাত পায়ের লোহার শিকল
ঝনঝনিয়ে উঠছে, রক্ত জমাট!
বিশ্বের রাষ্ট্র প্রধানরা আইনের
কালো অন্ধকারে মুখ লুকিয়ে ভয়ে
কাঁপছে থর থর, ভয় পাচ্ছে খুব।
আইনের বাঁধা চোখে ধাঁধা লেগে যাচ্ছে
স্টান স্বামীর দল সমস্বরে বলে চলেছে
সম্ভাবামি যুগে যুগে…..
ভয় পেয়েছে ওরা ভীষণ ভয় পেয়েছে।
কালাচ সাপের কথা
ডা দয়ালবন্ধু মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া।