কানটা গেছে। সেই সঙ্গে মাথা আর চোখও।
কী যে করি!
শুনলাম শেফালি তার বাড়িতে কারওর আক্রমণে আহত।
ভাবলাম কে না কে!
পরে বুঝলাম সেইফ আলির ব্যাপার।
সাংবাদিক বলল সি এমের সাংবাদিক বৈঠক। আমি সি এম বলতে বুঝলাম চিফ মস্তান। পাশ থেকে একজন প্রতিবাদ করতে বুঝলাম চির মিথ্যেবাদী।
কেষ্টার স্নেহধন্য অপিচ কেষ্ট-বাহিনীর একজনের উল্লেখ করল বীরভূমে থাকা এক বন্ধু, কেষ্টার পো বলে।
আমি শুনলাম গেস্টাপো। সেই যে ইয়ের রাজত্বের ইয়ে!
ঘুম হচ্ছে না, তাই ডাক্তার দেখালাম।
উনি সিটিস্ক্যান দেখেশুনে বললেন সমস্যাটা হাইপোথালামিকই হবে।
পাপী কান শুনল ভাইপো ক্যালানি খাবে।
কান শুধু নয় চোখও।
কারা যেন রাজপথে লিখেছিল WE WANT JUSTICE
আমি জাস্টিসের জায়গায় পড়লাম, ‘JUST ICE’…
বড় বিপদেই পড়েছি।