6th August 2019 এ লেখা যেদিন Article 370 abolished হল।
লজ্জিত আমি
কথা রাখিনি।
রক্ত বয়ে গেল
আমি তাকিয়ে দেখিনি।
প্রবীন চিনার সারি আকাশে তাকিয়ে
পরেনি তুষার আজ আকাশ রাংগিয়ে।
বুটের কুচকাওয়াজ
পাখিরা ডাকেনি আজ
কোন শিশু কাঁদেনি আজ ঝিলমের ধারে।
আজান হলোনা আজ
ক্লান্ত উপৎকায়
আমরা তাকিয়ে রই
নীরব অসহায়।
কোথায় হে অর্জুন
কই তোর গান্ডীব
অভিমন্যু একা লড়ে
দেশজুড়ে ভীরু ক্লীব।
ঝিলামের জলে আজ ঢেউ নেই
ইতিহাস মুছে গ্যাছে
শতাব্দী শেষ হলে জানা যাবে
কারা আছে।
লজ্জিত আমরা সবাই যারা শুধুই দর্শক হয়ে রইলাম…