৯ই ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
অভয়ার ৩২ তম জন্মদিন,
আবার তার হত্যার ছয় মাস হবে।
আমরা অভয়াকে স্মরণ করব কলেজ স্কোয়ার থেকে আরজি কর মেডিকেল কলেজ এক মৌন মহা মিছিলে, দুপুর ২টোয়।
পশ্চিম বাংলার সব কটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে, সব কটি জনপদে অভয়া আন্দোলন ঐদিন পুন:জাগরিত হবে।
সমস্ত রাজ্যবাসীকে অভয়ার জন্মদিনে অংশ নিয়ে ন্যায় বিচারের আন্দোলনকে তীব্র করে তোলার আহ্বান জানাই।