প্রেস বিজ্ঞপ্তি
৫ ফেব্রুয়ারী ২০২৫
আজ দুপুর দুটোয় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল কিছু নাগরিক সংগঠন এবং ব্যক্তিবর্গ। এই অভিযানের প্রতি অভয়া মঞ্চ তার নৈতিক সমর্থন দেয় এবং অভিযানকে সফল করার আহ্বান দেয়।
আজ সকাল থেকে আমরা দেখলাম অভিযানের মূল সংগঠক ছয় জনকে খড়দা থেকে তুলে থানায় আটকে রাখা হলো। ভাঙ্গর, মিনাখাঁ, টাকি, ঝাড়গ্রাম প্রভৃতি যেসব জায়গা থেকে মানুষ মিছিলে অংশ নেওয়ার জন্য আসছিলেন তাঁদের বাস বা গাড়ি আটকে দেয়া হলো, কোন কোন জায়গায় গ্রেফতারও করা হলো কিছু জনকে।
এতসব বাধা সত্বেও অভয়া মঞ্চের বেশ কিছু সদস্য এবং অন্যান্য প্রতিবাদী মানুষ করুণাময়ীর ডিরোজিও ভবনের সামনে জমায়েত হন। পুলিশি বাধা পেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে যাওয়া সম্ভব ছিল না কিন্তু প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে।
এরপর কিছু জন লালবাজারে যান সেখানে আটক ব্যক্তিদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে। সম্প্রতি খবর পাওয়া গেল যে লালবাজারে আটক সমস্ত প্রতিবাদীদের ছেড়ে দেওয়া হয়েছে।
অভয়া মঞ্চ প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায় যে পুলিশি ধরপাকড় দিয়ে গণ আন্দোলনকে দমিয়ে রাখা যায়নি, যাবে না।
আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার অভয়া মঞ্চের আহবানে রাজ্যের প্রায় ২০০ টি জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয়ভাবে বেলা তিনটায় কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিকেল কলেজ এক মহা মিছিলে পা মেলাবেন হাজার হাজার মানুষ।
পুণ্যব্রত গুণ
তমোনাশ চৌধুরী
মনীষা আদক
আহ্বায়ক, অভয়া মঞ্চ