Respect your child,
নিজের অপরিণত সন্তানকে কে কীভাবে সম্মান করে, তার দুটো উদাহরণ দিই।
এক কাপল এসেছেন। ভদ্রমহিলা প্রায় চল্লিশ। একটি দশ বছরের পুত্র আছে। আবার ভেঞ্চারে নেমেছেন। রীতিমতো ART, (Artificial Reproductive Technology)-র সাহায্য নিয়েছেন। IUI, অর্থাৎ Intra Uterine Insemination এর সাহায্যে গর্ভধারণ করেছেন। স্বাভাবিক সেক্সের মাধ্যমে পেরে উঠছিলেন না ওঁরা।
আমার অপ্রকাশিত ঔৎসুক্য দীর্ঘ না করেই যেটা বললেন, তার নির্যাস এই :- ওদের একমাত্র বাচ্চাটি এটাই চেয়েছে। তার যে সমস্ত কাজিন আছে, তাদের প্রায় সকলেরই ভাই অথবা বোন আছে। তারা এদের সন্তানকে সেই দ্বিতীয় ভাই বা বোনের কাছে ঘেঁসতে দেয়না। ছুঁতে বা আদর করতে দেয়না। বাচ্চারাও এতটাই পজেসিভ। অগত্যা, ইত্যাদি। এই পড়ন্ত বয়সেও!
….
ঠিক তার পরের ভিজিটরের কথা বলি।
মহিলার বয়স পঁয়ত্রিশ। এরও বছর দশ এগারোর মেয়ে রয়েছে, ফাইভে পড়ে। আবার ইউরিন পজিটিভ হয়ে গেছে অকস্মাৎ, এবং টোটাল আপসেট।
কেন আপসেট?
বয়স্কা শাশুড়ি অত্যন্ত অসুস্থ। তাছাড়া, স্বামী কেবল সপ্তাহে ‘মাত্র ছত্রিশ ঘন্টা’ বাড়িতে লভ্য।
ধূস্, সেটা কারণ হতে পারে কি? তেতোভাবেই বললাম, আরে, শাশুড়ি কি চিরদিনের বোঝা নাকি?
এবারে বললো, না ডাক্তারবাবু, আমার মেয়ে আমার প্রাণ, আমি চাইনা, ওর প্রতি আমার ভালোবাসা কমে যাক বা শেয়ার হোক!
দুজনেরই এক মত?
এবার সঙ্গে আসা নির্বাক শ্রোতা সবাক হল। দেখুন, ওর মতে মত না দিয়ে আমার কোনো উপায় আছে কি? আর, আমার মেয়েও বড় হচ্ছে, ও খানিক বুঝে গিয়ে একটু চুপচাপ হয়ে গেছে। কথা কম বলছে। তবে, কিছু বলছে না। ও না বললেও, ওর ফিলিংসটা আমরা অনুমান করতে পারছি।
______
কপু (KP) সাবধানবাণী দিয়েছে, প্রোফাইল locked রাখতে বলেছে। তাই করেছিলাম।
অনেকের মতামত দেখলাম ভিন্ন। সেটারই মান্যতা দিলাম।
এবার থেকে লিমিটেড অ্যাকসেস টু মাই রাইটিংস বলবৎ হচ্ছে না।
________
এই পোস্টের যেটা core subject, অর্থাৎ Respect your child, সেই নিয়ে কিছু কথা হোক।