বার বার সাংবাদিক বন্ধুরা, নেতা নেত্রীরা আমাদের “আন্দোলন এর নামে ওঠা টাকা” নিয়ে প্রশ্ন করেই চলেছেন। যদিও বার বার উত্তর দিয়েছি তারপর ও ওনাদের (নেতা-নেত্রীদের) মাথার ভিতরে এত টাকা টাকা চলে যে এটা থেকে বেরোতেই পারেন না।
ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী ৫ কোটি টাকা উঠেছে কোনো টাকা খরচ না করে ডাক্তাররা ভাগ করে নিয়েছে।
জুনিয়র ডাক্তারের সংখ্যা ৭৫০০ জন।
তাহলে ভাগ করুন প্রত্যেকে পাবে ৬৭০০ টাকা।
MD/MS পাঠ্যরত এবং MD/MS পাশ করা ডাক্তাররা দীর্ঘ ৩ মাস ধরে রোদ-ঝড়-বৃষ্টি-রাস্তায় ঘুমিয়ে ৬৭০০ টাকা করে পাবার জন্য আন্দোলন করছেন, এর থেকে বেশি হাস্যকর কী হতে পারে? সিনিয়র ডাক্তারদের কথা বাদই দিলাম।
সুস্থ মস্তিষ্কের মানুষ তো আমরা?
আমরা মূর্খের দলেরা এটা জানি না যে আমার রাজ্যের এক বছরের বাজেট “১ লক্ষ কোটির”ও বেশি যেটা আমাদেরই tax-এর টাকা
সেটা ঠিকঠাক খরচ হচ্ছে কিনা হিসাব না নিয়ে …..
DA বাড়ছে কিনা হিসাব না নিয়ে।
শিক্ষক নিয়োগ হচ্ছে কিনা হিসাব না নিয়ে।
পুলিশ নিয়োগ হচ্ছে কিনা হিসাব না নিয়ে।
শহরে জল জমছে কিনা হিসাব না নিয়ে।
রাস্তা ঘাটে এত জ্যাম কেন হিসাব না নিয়ে।
হাসপাতালে বেড বাড়ছে কিনা হিসাব না নিয়ে।
দ্রব্যমূল্য বাড়ছে কেন হিসাব না নিয়ে।
কল কারখানা হচ্ছেনা কেন হিসাব না নিয়ে।
কাটমানি কেন দেবো হিসাব না নিয়ে।
আন্দোলনের হিসাব নিয়ে ব্যস্ত। হিসাব ঠিক সময়ে আমরা দিয়ে দেবো প্রত্যেকটা টাকার আপনারাও হিসাব করাটা শিখুন please
নাহলে,
আমাদের ভাই বোনেরা,
বাংলার সন্তানরা,
নিজ রাজ্যে বেকার অথবা
ভিন রাজ্যের শ্রমিক হিসাবে দিন কাটাবে
আর আমার রাজ্যের রাজা রাণীরা আমাদেরই সামনে উৎসব করবে।🙏
ডা আশফাকুল্লা নাইয়ার ফেসবুক দেওয়াল থেকে নেওয়া।