তবে কি গিয়েছে থেমে দ্রোহ?
আরোহের পরে অবরোহ, কত দ্রুত হতে পারে ইতিহাস জানে,
তাহলে কি ‘আর কবে’ বলা ঢেউয়ে দুলবে না আর কেউ,
জাস্টিস চাওয়া দাবী নেই কোনোখানে?
দাঁড়াও পথিকবর,
সমস্ত যুদ্ধে সাইরেন বাজেনা ঘন ঘন,
আকাশে ওড়ে না বোমারু বিমানের সারি,
ঊর্দি রাখেনি ছেড়ে সেনারা এখনো, শ্মশান আর সবুজের লড়াইটা জারি,
কিছু যদি ঢেউ নাই থাকে,
দীপাবলি এসে গেলো,
প্রদীপ কিনতে গিয়ে স্মরণ করছো তবে কাকে,
বুকের ওপর হাত রেখে বলো দেখি,
রোজের স্মরণে আজও বাদ গেছে মেয়ে কি,
জাস্টিস চাহিদাতে ব্যঙ্গের স্বর শুনে এখনো শক্ত যদি মুঠো,
সৈনিক ,
জেনে রাখো তবে, বিরতির খবরটি ঝুটো।
তাই যদি নাই হতো,
এত কেন তৎপর বিরোধী শিবির?
থ্রেটের সঙ্গে আছে সখ্য নিবিড়,
সেরকম ভিড় কেন জমাট বাঁধতে চায় ঘোঁট ও ঘেটোতে,
দ্রোহের সে দাবানল
যদি আর বাকি নেই ছাই-য়ে শেষ হতে,
ঝড়ের সম্ভাবনা মুছে দিয়ে চারদিকে বয়ে চলে দখিনা মলয়,
কিসের আতংকে তবে
মনোযোগ জনে জনে ভয় দেখানোয়?
এই দীপাবলি
মোমবাতিগুলো নয় সজ্জা কেবলই,
এ ব্যাপ্ত আঁধার জানে আলোর বিরহ,
কিভাবে অন্ধকারে একটি মশাল থেকে আরেকটি জ্বলে,
এ বছর দীপমালা সে বার্তাবহ।
ঘরে ঘরে সে শিখায় ধিকি ধিকি জ্বলে থাক দ্রোহ
মনে রেখে জাস্টিস এখনো অধরা,
থেকে থেকে তাই চাই চিৎকার করা..
জাগতে রহো, জাগতে রহোওওও…