এই ২ মাস আগেও যখন আন্দোলন এক্কেবারে চূড়ায় তখন আপনারা সবাই কথা দিয়েছিলেন যে ডাক্তাররা কর্মবিরতি তুলে নিশ্চিন্তে কাজে ফিরুন,অভয়ার ন্যায়বিচারের আন্দোলনকে শেষ হতে দেওয়া হবে না; যতদিন না ন্যায়বিচার পাওয়া যাচ্ছে। ডাক্তাররা কাজে ফিরেছেন অনেকদিন। আমরা সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছি। রাজপথ ফাঁকা ছিল। সেই রাজপথ দিয়ে আজ অভীক আর বিরূপাক্ষ আবার ফিরে এসেছে। সন্দীপ ঘোষের আসাও হয়তো সময়ের অপেক্ষা। তখন?
ফিরে আসার সময় এসেছে আমাদের। রাজপথে ফেরার সময় এসেছে। ওদের রাস্তা আটকে দেওয়ার সময় এসেছে। অভয়ার ভয় নাই,রাজপথ ছাড়ি নাই আমরা বলেছিলাম,করে দেখানোর সময় এসেছে!