সাধে বলে রোগটা ছোঁয়াচে? মারাত্মক ছোঁয়াচে!
কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসার ডা: তপোব্রত রায়। কাল রেড রোডে পুজো কার্নিভালে পুরসভার মেডিক্যাল টিমের সদস্য হিসেবে ডিউটিতে ছিলেন।
কেবল “শিরদাঁড়া বিক্রি নাই” লেখা টি-শার্ট পরা ও সঙ্গে “প্রতীকী অনশনকারী” ব্যাজ লাগানোর অপরাধে ডিউটিরত অবস্থাতেই কলকাতা পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায় ময়দান থানায়।
চারঘন্টা আটক রাখার পর তাঁকে ছাড়া হয় ধরা ও ছাড়ার কোনও কারণ না দেখিয়েই। ডা: রায় ছাড়া পেয়ে সটান চলে যান ধর্মতলার অনশন মঞ্চে এবং সেখান থেকেই উপস্থিত জনতাকে ঐ অভূতপূর্ব পুলিশি হেনস্থার বর্ণনা দেন।
গল্পটা এখানেই শেষ হতে পারতো। কিন্তু না, রোগটা ততক্ষণে ধরে গেছে। তাই আজ সকালে বুকে “উই ওয়ান্ট জাস্টিস” ব্যাজ লাগিয়েই সটান চলে যান ডিউটিতে। পুরসভার অফিসে। ছোঁয়াচ লাগে মুহূর্তে! কিছুক্ষণ পর দেখা যায় পুরসভার গোটা মেডিক্যাল টিম “উই ওয়ান্ট জাস্টিস” ব্যাজ লাগিয়ে ডিউটি করছেন!
শুধু তাই নয়! নিজেরা বৈঠক করে কলকাতা পুলিশকে আটচল্লিশ ঘন্টার ডেডলাইন দিয়ে ফেলেছেন! আটচল্লিশ ঘন্টার মধ্যে কালকের হেনস্থার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে। নইলে গোটা টিম নামবে কর্মবিরতিতে!
“এই আগুন নেভাবে যত, দাবানল হয়ে ছড়াবে তত“
ছবি সৌজন্য: ABP Ananda
#justiceforRGKar #justiceforabhaya