রাজ্যে করোনা চিকিৎসায় নতুন ভাবনা। করোনা রোগীদের দেখাশোনার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের বিজ্ঞাপন দিল রাজ্য সরকার।
এ রাজ্যের প্রতিটি জেলার কোভিড হাসপাতাল ও সেফ হাউসগুলোতে কাউন্সেলিং-এবং অন্যান্য কিছু কাজে কোভিড যোদ্ধাদের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞাপনে। যেসব রোগীরা করোনা থেকে সেরে উঠেছেন বা করোনা রোগীদের সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিদেরকেই যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞাপনে।
প্রাথমিকভাবে মাসিক ১৫০০০ টাকার দৈনিক চুক্তির মাধ্যমে অস্থায়ী নিয়োগ করা হবে বলে খবর। জানা গেছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে কলকাতার বিভিন্ন হাসপাতালে করোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন ৩২ জন।
রাজ্যে সংক্রমণ ছড়ানোর শুরুতেই কি কি প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে করোনা ঠেকানো যায় সে বিষয়ে রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলি সরকারকে পরামর্শ দিয়েছিল। এই অতিমারীর পটভূমিকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও তার লোকবলকে কাজে লাগানোর পরামর্শও ছিল তাতে।
বিশেষজ্ঞরা বলছেন এ দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই মুমূর্ষু পরিস্থিতিতে শুধু ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের উপরে ভরসা করে থাকলে হবে না। বর্তমান প্রেক্ষিতে প্রতিটি সাধারণ মানুষই এক এক জন করণা যোদ্ধা। সেই কারণেই সরকারের এই পদক্ষেপ সঠিক বলে মনে করছেন অনেকেই।