আমরা আজ সকলেই জানি, COVID 19 অতিমারীর বিরুদ্ধে লড়াই এর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র–FACE MASK। সংবাদ মাধ্যম, social media-র দৌলতে mask-এর গুরুত্ব ও ব্যবহার বিধি আজ বহুলচর্চিত। কিন্তু এর পরেও কোথাও কি কিছু ফাঁক থেকে যাচ্ছে? হ্যাঁ, এতো প্রচারের পরও এক ধরনের face mask-এর বহুল ব্যবহারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রীতিমতো প্রমাদ গুনছেন — সেটি হোল valved face mask।
শৌখীন দেখতে হলেও, এই valved mask-গুলো কিন্তু এই COVID pandemic-এ ভীষণ ক্ষতিকর। বিভিন্ন দেশের expert-রা বর্তমান pandemic-এ এই valved mask-এর ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। অনেক দেশে ও শহরে আইন করে এর ব্যবহার নিষিদ্ধও করা হয়েছে।
Valved Mask কি করে চিনবেন?
বাজার চলতি কিছু mask-এ একটি চৌকো বা গোল plastic piece লাগানো থাকে, যেটি mask পরার পর exhaust valve-এর মতো কাজ করে। Mask-এর ইতিহাস ঘাটলে দেখা যাবে, valved N 95 respirator মূলত আবিষ্কৃত হয়েছিল কলকারখানার কর্মীদের জন্য, কর্মক্ষেত্রের ধূলিকণা থেকে তাদের বাঁচাতে এবং occupational lung diseases থেকে সুরক্ষা দিতে। যেহেতু সংক্রামক রোগজীবাণু থেকে সুরক্ষার প্রশ্ন সেখানে নেই, তাই valved mask-এর ব্যবহার সেক্ষেত্রে যুক্তিযুক্ত।
Valved mask এর valve-টি মূলত একটি one way valve-এর মত কাজ করে (একমুখী সুরক্ষা)। এটি একমাত্র mask পরিধানকারীর প্রশ্বাসের (inhalation) হাওয়াকে filter করে, কিন্তু নিশ্বাস( exhalation) এর হাওয়াকে filter করে না। এর অর্থ দাঁড়ালো, mask পরিধানকারী নিজে তার চারপাশের virus সমৃদ্ধ droplet থেকে সুরক্ষিত থাকছেন, কিন্তু যেহেতু তার নিশ্বাসের হাওয়া unfiltered হয়ে বেরিয়ে আসছে, তাই তার শরীরে infection থেকে থাকলে virus সমৃদ্ধ droplet তার নিশ্বাসের সাথে বেরিয়ে চারপাশের খোলা হাওয়ায় ছড়িয়ে পড়ছে। এতে তার চারপাশের লোকেরা অসুরক্ষিত হয়ে পড়ছে। অর্থাৎ Covid pandemic-এ যেখানে mask ব্যবহারের মূল উদ্দেশ্য হলো দুমুখী সুরক্ষা দিয়ে community সংক্রমণ প্রতিরোধ করা,সেখানে সেই উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ করে দিচ্ছে এই valved mask।
তাই, public health expert-দের মতে, একটি home-made cloth mask, community spread রুখতে যে কোনো valved mask– এমনকি valved N95 mask-এর থেকে অনেক বেশি নিরাপদ এবং মুখনিসৃত droplet আটকাতে বেশী কার্যকর।
Ei sadharan science ta bujhte public health expert der 5 mas lege galo !!!