গ্যাস গিয়েছে চার অঙ্কতে, ডিজেল করে সেঞ্চুরি,
কার কী তাতে, ধর্ম করে নিত্য সবার ব্রেন চুরি,
চোখ ঘোরানো যায় সবারই ধর্মছোঁয়া প্ল্যানমাফিক,
মুদ্রাস্ফীতির ভুলিয়ে ভীতি সার্ভে চলে জ্ঞানবাপি’র।
তিনশো বছর আগে কোথায় ভেঙেছে কোন আলমগীর,
এই বাইশের আদালতে সেটাই এখন হচ্ছে স্থির।
তিন কোটি যে মামলা ঝুলে, ফার্স্ট হিয়ারিং হয়নি লাখ,
সময় তবু ইতিহাসের কাটাছেঁড়ায় হচ্ছে খাক।
ধরেই নিলাম ওই জমিতে মসজিদ নয়, মন্দিরই,
এই আধুনিক যুগে তবে বদলাবে আর কোন ছিরি।
হয়তো আরো অনেক আগে বুদ্ধবিহার ওইখানে,
হয়তো বাজার , হয়তো দীঘি , যার যুগে হয় সেই জানে।
সর্ষের তেল দুশোর ঘরে, আনাজরা ছোঁয় একশো প্রায়,
এই সময়ে মোগল আমল ফালতু এবং ফেক শোনায় ।
শূন্য যদি কিচ্ছু থাকে, চাকরি পাওয়ার সংখ্যা সে,
তার ঘরে নয় নিয়োগ-চিঠি মন্ত্রী যাদের নেই পাশে।
আল্লাহ শ্রীরাম, শিব বা যিশু , জরথুস্ট্র বুদ্ধ কেউ,
কারোর কৃপায় সামলাবে না ইনফ্লেশনের যুদ্ধ-ঢেউ।
পাঁচ ট্রিলিয়ন স্বপ্ন দেখান যতই কেন আম্বানি.
দিন আনি’রা দিন খাওয়া-হীন খরচা করেও ঘাম পানি।
যা হোক এসব বেকার কথা, শুনতে পেলেই কান চাপি,
ভাবীর চাবি উঠবে ভাবি খনন করে জ্ঞানবাপি।
সে দেশ বাঁচান কোন ভগবান রাষ্ট্র হলে জ্ঞানপাপী..