বছরটা মনে নেই। পুত্রকে নিয়ে একাডেমিতে সুন্দরমের সাজানো বাগান নাটকটি দেখতে গেছিলাম। তাকে কোন জায়গায় তখন পাঁচ মিনিটও বসিয়ে রাখা যেত না। অনেক বুঝিয়ে বিভিন্ন অখাদ্যের প্রলোভন দেখিয়ে নাটকের শুরু অবধি আটকে রাখা হয়েছিল। স্টেজের আধো অন্ধকারে তাঁর দীন পর্ণকুটির থেকে বাঞ্ছারূপী মনোজ মিত্র অনেক সময় ধরে হ্যাচর প্যাচর করে বেরোলেন। ভরা হল একদম নিশ্চুপ। সেও। তারপর শুরু হল নাকি সুরে গ্রাম্য ভাষায় হাস্যরস ভরা অসাধারণ সব সংলাপ আর চাবুক অভিনয়। সেই আকর্ষণে আমরা অভিভূত হয়ে টানা দেখে গেলাম, আরও বলা ভালো নির্ভেজাল আনন্দ উপভোগ করে গেলাম। বিখ্যাত পরিচালক তপন সিংহের ‘ বাঞ্চারামের বাগান ‘ সিনেমায় মনোজ মিত্রের দুর্দান্ত অভিনয় ধরেই বলছি যাঁরা তাঁর অভিনীত নাটকটি দেখেননি সত্যিই মিস করেছেন।
বাংলা সাহিত্যের বিশিষ্ট গল্পকার যশোরের মনোজ বসু চলে গেছেন সেই কবে ১৯৮৭ তে, আর আজ চলে গেলেন দর্শনের অধ্যাপক, বাংলার বিশিষ্ট – নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা এবং চলচ্চিত্র অভিনেতা মনোজ মিত্র (২২.১২.১৯৩৮ – ১২.১১.২০২৪)।
পরবাস, কাল বিহঙ্গ, অলকানন্দার পুত্রকন্যা, গল্প হেকিম সাহেব, নরক গুলজার, দেবী সর্পমস্তা প্রভৃতি কত সব মঞ্চসফল নাটক লিখেছেন, প্রযোজনা করেছেন। চলচ্চিত্রে কাজ করেছেন সত্যজিৎ রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চ্যাটার্জি, শক্তি সামন্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ প্রমুখের নির্দেশনায়। পুরস্কৃত হয়েছেন সঙ্গীত নাটক একাডেমী সহ বহু সম্মাননায়। তাঁর কনিষ্ঠ ভ্রাতা অমর দা (অমর মিত্র) প্রাক্তন সরকারি কর্মচারী এবং প্রথিতযশা সাহিত্যিক।