প্রেস বিজ্ঞপ্তি ১৯শে এপ্রিল, ২০২২
One for all,
All for one.
আমরা কথা দিয়েছিলাম পাশে থাকার।
এক শান্তিপূর্ণ, অভূতপূর্ব, ঐতিহাসিক এবং সফল চিকিৎসক আন্দোলনের মধ্যে দিয়ে ডাক্তার গৌরব রায় আজ ফিরে গেলেন তাঁর বাড়িতে, সসম্মানে।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি দল মঙ্গলবার, ১৯ এপ্রিল, বিকেল চারটায় নিমতা থানার পুলিশের কাছে একটি ডেপুটেশন দেন এবং তারপর সমবেত চিকিৎসকবৃন্দ অ্যাপ্রণ আর স্টেথোস্কোপ নিয়ে বিশাল শোভাযাত্রা করে ডাক্তার গৌরবকে নিজের বাড়িতে ফিরিয়ে দিলেন।
একটি দুঃখজনক মৃত্যুর প্রেক্ষিতে তরুণ চিকিৎসকের বাড়ি ভাঙচুর, চিকিৎসক ও তাঁর পরিবারের ওপর আক্রমণ এমন ঘটনা বিরল।
আজ চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ হয়ে পথে নেমে যে জোরালো বার্তা দিলেন সেটা রাজ্য বা দেশ কেন পৃথিবীর ইতিহাসে সম্ভবতঃ অভূতপূর্ব !
এই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা চাইবো না!
বরং চাইবো এই প্রথম আর এই শেষ হোক।
জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষে