সাপের কামড়ের সম্বন্ধে সবথেকে প্রচলিত ( এবং সবথেকে বিভ্রান্তিকর ) ধারণাটি হল, ” দুটি দাগ মানেই বিষধর সাপের কামড়” ।
এই ধারণাটি থেকেই বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটেছে। কালাচ সাপের কামড়ে , ৯৯% ক্ষেত্রে কোন দাগই থাকে না।
ওপরের ছবিতে দেখুন , সাড়ে বারো বছরের একটি মেয়ের পায়ে সাপে কামড়ানোর আধ ঘন্টার মধ্যেই হাসপাতালে আসে। নিশ্চিত দুটি কামড়ের দাগ । রক্তও বেরিয়েছিল। মেয়েটি অন্ধকারে সাপ দেখতে না পেলেও , একটি সাপ পায়ে জড়িয়ে গেছল।
আমাদের রাজ্যের সরকারী চিকিৎসাবিধি মেনে রোগিনীকে ভর্তি করে রাখা হয়। কিন্তু কোন বিষের লক্ষণ দেখা না যাওয়ায় সাপের ওষুধের দরকার হয়নি।
একে ডাক্তারী ভাষায় বলা হয় ” ড্রাই বাইট” (Dry bite) .নির্দিষ্টভাবে বিষধর সাপে কামড়ালেও , এরকম ড্রাই বাইটের সম্ভাবনা ৫০%।
ওঝারা মূলত এই ড্রাই বাইটের রোগীদের নিয়েই কেরামতি দেখায়।
প্রয়োজনীয় তথ্য। বিশেষত গ্রামের মানুষ যারা ওঝার উপর নির্ভর করে নিজেদের জীবন বিপন্ন করেন।