সেই দিনের অপেক্ষায় আছি যেদিন খবরের কাগজে বেরোবে-
কোন খুন ধর্ষণের ঘটনাই ঘটেনি!
একটা ডামি বডি নিয়ে চিকিৎসা সংক্রান্ত গবেষণা চলছিল!
কিংবা
আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগই নেই! সেমিনার হল তো দূরের কথা!
কিংবা
আরজি কর নামে কোন হাসপাতালই নেই।
কিংবা
অভয়া নামের কোন ডাক্তারই ছিল না এদেশে!
কিংবা
অভয়া র বাবা মাই নিঃসন্তান ছিলেন!
কিংবা
বাকি সব দুশ্চরিত্র কাল্পনিক!