তোমার চোখে ঝড়ের পূর্বাভাসে, রুটিন জুড়ে সতর্কতা জারি,
মুহুর্মুহু মেজাজ বুলেটিনে, এই বুঝি যায় ভেঙে বালির বাঁধ,
এ সাইক্লোনে মিলবে না আশ্রয়, কুল ছাপাবে কুমীর ভরা খাঁড়ি,
ত্রাহি বলে ডাকলে পরিত্রাহি, ক্ষমা করার করবে না আহ্লাদ।
জল উঠবে বুক ছাপিয়ে জানি, ভাসিয়ে নেবে যেদিক তুমি চাও,
এতদিন এই পাজি’র সাথে কেন, মেঘে মেঘে চমকাবে আফশোষ,
অভিযোগের স্রোতের গতিবেগে, সামনে কুটো পড়বে না একটাও,
শোঁ শোঁ হাওয়া গর্জে যাবে বলে, ‘যা ঘটেছে সবই তোমার দোষ!’
তবুও এই ঝড়টা ভীষণ প্রিয়, ঘর ভাঙে না আয়লা বা আমফানে,
বরঞ্চ সেই হরপা কথার স্রোতে, ভুল বোঝা সব পাথররা যায় খসে
জোয়ার যতই ভাসিয়ে নিয়ে যাক, তোমার কাছেই ফিরবো ভাঁটার টানে,
সে ঘর হবে কেমন করে বাড়ি, উথালপাথাল ঝড় যদি না ফোঁসে?
ঝড়ের পরে থিতু হাওয়ার ঋতু, ফুসমন্তর দেয় জীবনের কানে,
শুনবে বালিশ আশ্লেষী ফিসফিসে ‘জীবন মাটি হলো তোমার দোষে..’