এক পাশে মর্টালিটি রেট
অন্য পাশে দাউদাউ পেট
দড়ির ওপরে হেঁটে যায়
এ স্বদেশ, মাথাখানি হেঁট।
ভ্যাক্সিন… মরীচিকা মায়া
কর্পোরেট… ডাকাতের ছায়া
তবুও আশায় বাঁচো চাষা
রাষ্ট্রের নিদান বেহায়া।
তালা মারা কল কারখানা
কৃষকের ক্ষেতে যাওয়া মানা
কোভিড ওয়ারিয়র শুধু
আগলাবে জীবনের দানা।
স্বাস্থ্যের কর্মী তো চেনা…
মেটাবেই সমাজের দেনা!
বাস… ব্যাঙ্ক… টিচার… হকার
তারও কথা কেউ ভাববে না?
উড়ে এলে ভিনদেশি জেট
ভরে ওঠে বানিয়া পকেট
রাশি নোট ছাপা হয়ে গেলে
হাসিমুখে তাকাবে বাজেট।
ভাবলে, সবারই আয়ু গোণা
মিডিয়া করুক আলোচনা।
এরই মাঝে আবেদন শুধু…
কান্নাকে কবিতা ভেবো না।
অপূর্ব
চাবুক..