প্রেস রিলিজ ১১.০৪.২২
আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গের অন্তর্গত পাঁচটি সংগঠনের পক্ষে এক বিরাট টিম, হাওড়া জেলা হাসপাতালের ভয়ঙ্করতম চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে স্বাস্থ্য সচিবকে মেমরান্ডাম দেয় এবং ডিএইচএস-কে ডেপুটেশন দেয়…
তাঁরা প্রশ্ন তোলেন–.
১. কেন স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে নিগৃহীত চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা কেমন আছেন তার খোঁজ নেওয়া হয়নি? কেন বাকি দুষ্কৃতীরা এখনো গ্রেফতার হয়নি?
২. সাম্প্রতিক অতীতে ৩২৭ জন চিকিৎসক নিগৃহীত হলেও তার তালিকা কেন স্বাস্থ্য প্রশাসনের কাছে নেই?
৩. কেন বারবার দাবি করা সত্ত্বেও চিকিৎসক নিগ্রহ এবং হাসপাতালে হামলাবাজির ঘটনায় ২০০৯ মেডিকেয়ার আইন প্রয়োগ করা হচ্ছে না? কেন দুষ্কৃতীরা দু চার দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাচ্ছে?
৪. কেন জেলার হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলোতে সুরক্ষা, নিরাপত্তা এখনো সুনিশ্চিত নয়?
৫. কোন হাসপাতালে কি পরিষেবা পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে না তার তালিকা জনগণকে জানানোর ব্যবস্থা কেন নেই?
৬. পরিকাঠামো, প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা না করে, রেফারাল সিস্টেম তৈরি না করে, রুগী রেফার হলে তার দায় কেন স্থানীয় আধিকারিক বা চিকিৎসকের ঘাড়ে চাপানো হবে?
৭. ২০১৫-র পর থেকে সাড়ে ছয় বছরের উপর কেন ডেন্টাল রিক্রুটমেন্ট হয় নি, এমনকি বারংবার উচ্চ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও?
সর্বোপরি প্রশাসন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতার দায় এড়াতে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের বলিরপাঁঠা করার চেষ্টা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে সামগ্রিক ভাবে চিকিৎসক সমাজের বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ করা হয়।
ডিএইচএস প্রতিশ্রুতি দেন–
১. সমস্ত হাসপাতালে কি পরিষেবা পাওয়া যাবে, কি পাওয়া যাবে না তার তালিকা জনগণকে জানানোর জন্যে ফ্লেক্স/হোর্ডিং লাগানো হবে।
২. সমস্ত নিগ্রহের ঘটনায় যাতে ২০০৯ মেডিকেয়ার আইন প্রয়োগ হয় তার জন্যে সর্বোচ্চ প্ৰশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া যাতে হয় তার উদ্যোগ তিনি নেবেন।
৩. চিকিৎসক নিগ্রহের ঘটনা কেন্দ্রীয়ভাবে নথিবদ্ধ করার ব্যবস্থা হবে। এফআইআরের কপি স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশিকা দেওয়া হবে এবং ফলোআপ করা হবে।
৪. চিকিৎসক নিগ্রহের ঘটনায় জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে তা সর্বত্র হোর্ডিং দিয়ে জনগণকে জানিয়ে দেওয়া হবে।
৫. এছাড়াও বিগত বছরগুলোর বন্ড চিকিৎসকরা যাতে সিনিয়র রেসিডেন্সি করতে পারে তার উদ্যোগ তিনি নেবেন। এমনকি আইনে অসুবিধা না থাকলে বন্ড পিরিয়ডে মেডিক্যাল কলেজে কাজ না করলেও সিনিয়র রেসিডেন্ট হিসাবে ঘোষণা করবেন।
এবং ডেন্টাল চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেবেন, কোভিড শহীদ ডাঃ সুব্রত সোমের স্ত্রীর বিষ্ণুপুর হাসপাতাল থেকে রিলিজের ব্যবস্থা করবেন।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ-এর অন্তর্ভুক্ত সংগঠনগুলি হল এসোশিয়েসন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, ডক্টরস ফর ডেমোক্রাসি, হেলথ সার্ভিস এসোশিয়েসন এবং শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ।