ডা কে শ্রীনাথ রেড্ডি হৃদরোগ বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্যবিদ। ২০১০ খ্রীষ্টাব্দে প্ল্যানিং কমিশন দ্বারা গঠিত সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্যে উচ্চস্তরীয় বিশেষজ্ঞ দল (High Level Expert Group on Universal Health Coverage)-এর প্রধান।
২০১৬-র ২৪ শে জানুয়ারী ‘সারা বাংলা সবার জন্য স্বাস্থ্য প্রচার কমিটি’ কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্যে এক গণ কনভেনশনের আয়োজন করে। সেই কনভেনশনে ডা রেড্ডির বক্তব্যের সারমর্ম রয়েছে এই ভিডিও-টিতে।
চিত্রগ্রহণ ও নির্মাণঃ SHAPE