রাস্তাতে ভীষণ জ্যাম। চারপাশে ভীড়, তেলেভাজার গন্ধতে ম ম করছে ফুটপাথ। হর্নের আওয়াজ হেডফোন ছাড়িয়ে গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে আরও হাজার হাজার লাল নীল পোস্টারের ভীড়ে নেহাৎ রঙ ওঠা একটা দেওয়ালে দেখলাম লেখা আছে ‘ABHAYA’!
সব যুদ্ধ জেতা যায় না হয়তো, কিন্তু অন্তত নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যেতে হয়। আমরা মাঠ ছেড়ে চলে যাই নি সেটা বারবার বলে দিয়ে যেতে হয়। ABHAYA আমার বিরুদ্ধতার নাম হোক। ABHAYA আমাদের এক বিশাল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েও, গর্জে ওঠার নাম হোক! যেদিন আবার আমরা একসাথে রাস্তাতে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে বলবো রাজা তোর লজ্জা কোথায় সেই সময়ের নাম হোক ABHAYA!