সহমত হলে কমেন্ট বক্সে জানান
প্রতি
মাননীয়া মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার
গত ১৫ মাস বা তার বেশী সময় ধরে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ ঘোষিত “কোভিড-১৯ অতিমারী” রুখতে দুনিয়ার অন্যান্য দেশের মতো আমাদের দেশ ও রাজ্যেও নানান্ নীতি এবং পদ্ধতি নিয়োগ ও প্রয়োগ করা হচ্ছে। এগুলি নিয়ে বিজ্ঞানী ও চিকিৎসক মহলে ব্যাপক মত-পার্থক্য আছে। কারণ, জনস্বাস্থ্য মানে শুধু কোনও নির্দিষ্ট অসুখ নিয়ে দুর্ভাবনা না, বরং দুর্ভাবনা গোটা শরীরটা নিয়ে, গোটা সমাজের স্বাস্থ্য নিয়ে। তাই জনস্বাস্থ্য বহাল রাখতে গেলে তাৎক্ষণিক নিয়ম-নীতির চেয়ে দূরদর্শী দৃষ্টিভঙ্গিই কাম্য।
সেই প্রেক্ষিত থেকে বিশেষত একটি বিষয়ে আমরা নিম্নে স্বাক্ষরকারী পশ্চিমবঙ্গের নাগরিকরা যথেষ্ট উদ্বিগ্ন। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।
সাম্প্রতিক ভাইরাস সংক্রমণের মোকাবিলায় কঠোর সামাজিক বিধিনিষেধগুলো যে তেমন কার্যকরী হয় না, সেকথা ঐতিহাসিকভাবে এবং অন্তত গত এক বছরের অভিজ্ঞতাতেও প্রমাণিত। ‘কোভিড রেস্ট্রিকশন’ বা অন্য কোন নামে, সোচ্চারে বা অনুচ্চারে, আংশিক হোক বা সম্পূর্ণ “লকডাউন”, সেই কঠোর বিধিনিষেধেরই একটি নমুনা। এই নমুনা জনস্বাস্থ্য রক্ষার পক্ষে অনুপযোগী; উপরন্তু তা জনজীবনে চূড়ান্ত দুর্ভোগের জন্ম দেয়, যার তাৎক্ষণিক এবং সুদূর ব্যঞ্জনা এমনই মারাত্মক যে তা থেকে পরিত্রাণ প্রায় অসম্ভব।
‘লকডাউন’-এর পক্ষে যেসব যুক্তি দেওয়া হয় তা অবৈজ্ঞানিক এবং মানবতার পরিপন্থী। এমনকী, ‘কোভিড-১৯’-এর মতো শ্বাসতন্ত্রীয় সংক্রমণ নিয়ন্ত্রণে “শেষ অস্ত্র” হিসেবেও এই পথ দিশাহীন এবং ভাইরাস-এর চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক। বিশ্বের একাধিক প্রথিতযশা মহামারীবিদ, বিজ্ঞানী এবং সমাজবিদ ইতিমধ্যেই তা তথ্য-প্রমাণ সহ তুলে ধরেছেন। বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে সুবিপুল সংখ্যার জনমানুষ নির্বিত্ত অথবা নিম্নবিত্ত, সেখানে একদিনের জন্যও জীবিকার সংস্থান কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। শুধু প্রশাসনের দিক থেকেই না, চিকিৎসাবিদ্যাকেও নাগরিক স্বাধীনতা এবং জনমানুষের অধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা অনৈতিক।
তাই আমরা মনে করি, প্রশাসনকে এমন বিকল্প পথের সন্ধান করতে হবে যাতে জনজীবন যথাসম্ভব সচল ও প্রাণবন্ত থাকে। গৃহবন্দী মানুষের কাছে খাদ্যদ্রব্য সমেত পরিষেবা এবং মুদ্রা পৌঁছে দেওয়ার কাজটা নিশ্চয়ই আন্তরিক এবং সদিচ্ছাপূর্ণ; কিন্তু তা শুধু দুঃসাধ্যই না, তা নাগরিকদের সম্ভ্রম এবং মর্যাদাকে আহত করে। মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে চায়, তার যোগ্যতা এবং শ্রমের বিনিময়ে।
অতএব, আমাদের একান্ত নিবেদন, যথাশীঘ্র সম্ভব সেই পরিসর তৈরি করা হোক, “লকডাউন”-এর মতো নির্মম বিধিনিষেধ রদ করা হোক। আমাদের দেশের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো এবং অবকাঠামো প্রয়োজনের তুলনায় দুর্বল হলেও সরকার যথাসাধ্য এই সংকটের সামনে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস, সেই চেষ্টা সফল হবেই, যদি তা বিজ্ঞানসম্মত এবং মানবিক হয়। আমরা আশা করি, আপনি আমাদের নিবেদনে সাড়া দেবেন।
ধন্যবাদান্তে
(নমস্কার। মন্তব্যে যাঁরা একমত/সহমত হওয়ার কথা জানিয়েছেন, তাঁরা যদি একটু নির্দ্দিষ্ট করে জানান যে তাঁদের নাম এই আবেদনের স্বাক্ষরকারী হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে কিনা, তাহলে ভালো হয়। অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, একমত মানেই, তাঁদের নাম অন্তর্ভুক্ত করা যাবে, এটা ধরে নিলে পরবর্তীতে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার অবকাশ তৈরি হতে পারে। তাই, যদি আপনি চান, আপনার নাম এই আবেদনে স্বাক্ষরকারীদের তালিকার অন্তর্ভুক্ত হোক, তাহলে, নাম এবং পেশাগত পরিচিতি-টা (ইতিমধ্যে এই আবেদনে যে সমস্ত পেশাগত পরিচিতি রাখা হয়েছে সেগুলোর সঙ্গে মিলিয়ে যদি দিতে পারেন ভালো হয়) জানালে, আমরা আপনার নাম অন্তর্ভুক্ত করে নেব।)
পেশা:- গবেষক
সংস্থা:- বায়োকেমিস্ট্রি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়।
আপনার নাম শিক্ষক, গবেষক, অধ্যাপক, ছাত্র এই বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পূর্ণ সহমত!
আপনার নাম চিকিৎসক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আমারও এক মত
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
আমি একজন নাট্যকর্মী হিসেবে এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত ।
আপনার নাম সাহিত্য, সংস্কৃতি নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
সহমত
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
আমি উপরোক্ত দাবির সঙ্গে সম্পূর্ন সহমত।
কৌশিক চ্যাটার্জী স্বনিযুক্ত।
আপনার নাম স্বনিযুক্ত পেশাজীবী বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
Agreed.
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
Agreed
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
আমাকে স্বাক্ষরকারী হিসেবে যুক্ত করা যেতে পারে
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
আমিও আমার নাম এই তালিকায় রাখতে চাই।
অরুণাভ অধিকারী
শিক্ষক
আপনার নাম অন্যসূত্রে ইতিমধ্যেই আমাদের কাছে এসেছিল। স্বাক্ষরকারীদের তালিকায় আপনার নাম রয়েছে। শিক্ষক, গবেষক, অধ্যাপক, ছাত্র এই বিভাগে।
আপনার নাম শিক্ষক, গবেষক, অধ্যাপক, ছাত্র এই বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পুর্ন সহমত।
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
Literally agree..
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
সহমত
আপনার নাম চিকিৎসক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
I cannot support lock down to curb corona spread that kills daily bread earner and unable to control corona progress.
We need universal health care service to control this kind epidemic evident in this pandemic with the success of the countries with nationalized health care.
Should we include your name as signatory?
এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। Lockdown – এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেক জায়গায় এটাকে কেন্দ্র করে পুলিশি নির্যাতন শুরু হয়েছে । Amazon, Flipkart চালু আছে কিন্তু পাড়ার দোকান কেন বন্ধ থাকবে ? মহামারীর প্রমাণ কি ?
আমি এই আবেদন পত্রের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করি।
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
Yes. I do agree.
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
সমর্থন করছি।
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
একমত
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
সহমত।
সহমত।
Teacher.
Agreed
I agree.
I’m Agreed
আমি এই আবেদন সমর্থন করছি।
সম্পূর্ণ সহমত
একমত। আমি এই কথা তে সহমত।
Agreed , Include my name. I work as a photographer
সম্পূর্ণ সহমত পোষন করি।।
I agree
Lock Down is a wrong Disission that proved since 2020.
I agree, please include my name.
সহমত
Agreed
সহমত। এই তালিকায় নাম সংযুক্ত করতে পারেন।
আমি এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত।
আমি একজন সংগীত পরিচালক ও সাইকোলজিকাল ওয়েলনেস কনসালটেন্ট।
No More Lockdown. Also In future never Lockdown. Lockdown is useless.
একমত।
সহমত
বহ্নি ঘোষ
সম্পূর্ণ সহমত
Ami ek mat .jato taratri sambhab er birodhe rokhe darano jay Tata bhalo .esob janaganer jiban nie khelce shodho r kicho na
Agreed
Agree
আমি পুন সমর্থন করি। lockdown তো সরকার নিজেদের লাভের জন্য করছেন
I agree to your proposal.
গৌতম দে, ব্যবসায়ী, পূর্ণ সমর্থন করছি।
আমি এই আবেদন পত্রের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করি
অতি দ্রুত লকডাউন তোলা হোক। ন আছে গরীব মানুষের অস্তিত্ব থাকবে না।
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।
I agree with the statement
আপনার নাম নাগরিক বিভাগে অন্তর্ভুক্ত করা হল।