জিরি চান করে এসেছে, তোয়ালে দিয়ে মাথা মোছানোটা বাবা মেয়ের আহ্লাদ এর সময়। মাথা মুছিয়ে তোয়ালে সরাতে, জিরি আমার মুখের দিকে তাকিয়ে বলল ” বাবা তোমার চোখে জল ক্যানো?”
প্রথমে ভাবলাম বলি কিছু না তারপর মেয়ের কাছে চাপা কষ্ট গোপন করলাম না। ” তোর মাথা মোছাতে গিয়ে মনে হল যে দিদিটাকে মেরে ফেলল তার বাবাও তাকে এমনি আদর করে মানুষ করেছিল। কোন বাবার যেন এই কষ্ট সহ্য করতে না হয়।”
“বাবা সবাই তো প্রটেস্ট করছে দেখো দিদির খুনীরা ঠিক শাস্তি পাবে।”
“শাস্তি দিতেই হবে মা, নাহলে আমরা বাবারা, মায়েরা এই কষ্ট এই রাগ এই অসহায়তা নিয়ে বাঁচবো কেমন করে?”